Thank you for trying Sticky AMP!!

কুলাউড়ায় ট্রেনের ইঞ্জিন বিকল, ৬ ঘণ্টা পর চলাচল শুরু

মৌলভীবাজার জেলার মানচিত্র

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা রেলস্টেশনে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ছয় ঘণ্টা পর চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার ভোরে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কুলাউড়া জংশন রেলস্টেশনের মাস্টার রোমান আহমদ।

কুলাউড়া জংশন রেলস্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে কুলাউড়া ও লংলা রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। লংলা স্টেশনটি দীর্ঘদিন ধরে বন্ধ। এর ফলে অন্যান্য ট্রেন চলাচলে যেন বিঘ্ন না হয়, তাই কুলাউড়া স্টেশনের লোকোশেড থেকে নতুন সিরিজের একটি ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে কুলাউড়ায় নিয়ে আসা হয়। এরপর আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন এলে আজ ভোর সাড়ে পাঁচটায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছাড়ে।