Thank you for trying Sticky AMP!!

লোহাগড়ায় জাপানিদের ভালোবাসায় সিক্ত শিশু শিক্ষার্থীরা

নড়াইলের লোহাগড়া উপজেলার মাইটকুমড়া-মিতালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের হাতে উপহার তুলে দেন জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান টেককেন করপোরেশনের কর্মকর্তারা

নড়াইলের লোহাগড়া উপজেলায় তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাপানের এক ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহারসামগ্রী দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে ঠিকাদারি প্রতিষ্ঠান টেককেন করপোরেশনের কর্মকর্তারা শিশুদের হাতে এ উপহার তুলে দেন। উপহারের মধ্যে ছিল টি-শার্ট, ক্যাপ ও মগ।

টিচরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইটকুমড়া-মিতালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিশুকে এসব উপহার দেওয়া হয়।

টেককেন করপোরেশনের ব্যবস্থাপক নাওমি ওয়াতানাবে এ সময় বলেন, ‘টেককেন করপোরেশন কালনায় মধুমতী সেতু নির্মাণ করেছে। তাই কালনা এলাকার শিশুদের এ উপহারগুলো দেওয়া হলো। জাপান-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর চলছে। এই মধুর সম্পর্ক আমরা ভালোভাবেই উদ্‌যাপন করছি। শিশুদের হাতে এগুলো দিতে পেরে আমরা আপ্লুত।’

উপহারগুলো তুলে দেওয়ার সময়ে জাপানি কর্মকর্তারা ও শিশুরা একসঙ্গে স্লোগান দেয়- ‘উন্নয়নের পথে দুটি দেশ, বন্ধু জাপান-বাংলাদেশ।’ উপহার পেয়ে শিশুরা আনন্দে হাততালি দিয়ে ওঠে।

এ সময় আরও উপস্থিত ছিলেন টেককেন করপোরেশনের প্রকল্প ব্যবস্থাপক কাজুও তাকেউছি, উপপ্রকল্প ব্যবস্থাপক তেছুয়া মাতুয়ামা, উপমহাব্যবস্থাপক হিরোকাজু ইপ্পনছুগ, ব্যবস্থাপক (প্রশাসন) মো. আল আমিন সরকার ও জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন) ফকরুল আলম প্রমুখ। এ সময়ে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিচরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শোভা ও মরিয়াম বলে, এগুলো বাড়ি গিয়ে তাদের মা-বাবার হাতে তুলে দেবে।