Thank you for trying Sticky AMP!!

তিন শাবকের পাশে বাঘিনী জয়া। আজ দুপুরে চট্টগ্রাম চিড়িয়াখানায়

প্রকৃতি, স্রোতস্বিনী ও রূপসী—এই সুন্দর নামগুলো বাঘের

চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘ জো বাইডেন ও বাঘিনী জয়ার ঘরে জন্ম নেওয়া তিনটি শাবকের নামকরণ করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি জন্ম নেয় এই তিন শাবক। আজ সোমবার দুপুরে তাদের নামকরণের পাশাপাশি প্রথম জনসমক্ষে আনা হয়।

এ সময় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন। এগুলোর নাম রাখা হয় প্রকৃতি, স্রোতস্বিনী ও রূপসী। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৭–তে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রাণী বিনিময়ের আওতায় দুটি বাঘ রংপুর চিড়িয়াখানায় দিয়ে দুটি জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।

খাঁচায় বাঘ শাবকদের সঙ্গে চিড়িয়াখানার এক কর্মী

বাঘিনী জয়ার জন্ম ২০১৮ সালের জুলাই মাসে। আর বাঘ জো বাইডেনের জন্ম ২০২০ সালের ২৮ ডিসেম্বর। বাঘটি জন্মের পরপরই তার মায়ের আদর–যত্ন থেকে বঞ্চিত হয়। পরে চিড়িয়াখানার ব্যবস্থাপনায় লালনপালন করা হয় তাকে। মানুষের কাছে বড় হয়ে পুনরায় বাঘ পরিবারের সঙ্গে পুনর্মিলন ও বংশবিস্তারের এমন ঘটনা বিরল বলে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

তিনটি মেয়ে বাঘশাবকের নামকরণের তথ্যটি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার কিউরেটর শাহদাত হোসেন। তিনি জানান, আজ থেকে এই তিন বাঘশাবক জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।