Thank you for trying Sticky AMP!!

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার রংপুরের সাংবাদিক খন্দকার মিলন আল মামুনের মুক্তির দাবিতে নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা

রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী সাংবাদিকের মুক্তি চেয়ে মানববন্ধন

রংপুর থেকে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলো পত্রিকার সহ-বার্তা সম্পাদক খন্দকার মিলন আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের প্রেসক্লাব চত্বরে দৈনিক বায়ান্নর আলো পত্রিকা পরিবারের ব্যানারে এ মানববন্ধন হয়।

বায়ান্নর আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফেসবুক লাইভে এসে সুনাম ক্ষুণ্নের অভিযোগে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের জানকি ধাপের হাট গ্রামের রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। ২০২২ সালের জুলাই মাসে বাদী রফিকুল ইসলামের জমিসংক্রান্ত বিষয় নিয়ে ওই এলাকার বাসিন্দা নুর আলম ফেসবুক লাইভটি করেন। এ সময় সাংবাদিক খন্দকার মিলন আল মামুনের ফেসবুক আইডি ব্যবহার করা হয়। লাইভে রফিকুলের বিষয়ে নানা অভিযোগ করা হয়।

মামলার পর রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন। তদন্ত শেষে পিবিআইর পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করেন। ৪ ফেব্রুয়ারি খন্দকার মিলন আল মামুন আদালতে জামিন নিতে গেলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।