Thank you for trying Sticky AMP!!

জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে: সিলেটে বিএনপি নেতারা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর কৃষক দল। রোববার বিকেলে সিলেট নগরে

জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন বিএনপির নেতারা। আজ রোববার বিকেলে জেলা ও মহানগর কৃষক দল আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা এমন আশঙ্কা প্রকাশ করেছেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। অব্যাহত লোডশেডিং ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচি পালান করা হয়। নগরের সিটি পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। জেলা কৃষক দলের আহ্বায়ক শহিদ আহমদের সভাপতিত্বে এবং সদস্যসচিব তাজরুল ইসলাম ও মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকার লাগামহীন লুটপাটের মাধ্যমে দেশকে শ্রীলঙ্কার পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। জনগণ শান্তিপূর্ণভাবে এখন প্রতিবাদও করতে পারে না। লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচারের ফলে দেশ এখন গভীর সংকটে পড়েছে।

এদিকে ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের সময় গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম ও সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের আত্মার মাগফিরাত কামনা করে রোববার বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি। সেখানে সংক্ষিপ্ত আলোচনাপর্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।