Thank you for trying Sticky AMP!!

নোয়াখালীতে জেলি মেশানো ১২০ কেজি চিংড়ি জব্দ, দুজনের কারাদণ্ড

গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। আজ দুপুরে নোয়াখালী পৌর বাজারে

নোয়াখালী পৌর বাজারে অভিযান চালিয়ে জেলি মেশানো ১২০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পৌর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় দুই মাছ ব্যবসায়ীকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির নাম আতিকুল ইসলাম ও ইসমাইল হোসেন। পরে জব্দ করা মাছগুলো ধ্বংস করা হয়েছে। এ সময় সেখানে জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা ও সুধারাম মডেল থানা-পুলিশ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে পৌর বাজারে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউএনও কয়েকটি মাছের দোকানে বিক্রির জন্য রাখা চিংড়ি পরীক্ষা করে দেখেন। এর মধ্যে দুটি দোকানে চিংড়ি মাছের ভেতর জেলি ঢুকিয়ে ওজন বাড়িয়ে বিক্রির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে।

ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, জেলি ঢুকিয়ে চিংড়ির ওজন বাড়ানোর অপরাধে অসাধু দুই মাছ বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।