Thank you for trying Sticky AMP!!

মহাসড়ক পার হচ্ছিল দুই মোটরসাইকেল, বাসের ধাক্কায় নিহত ৩

গাইবান্ধার পলাশবাড়ীতে আজ সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আজ সোমবার সকালে তিনজন নিহত হয়েছেন। সকাল নয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বিদ্যুৎ সরকার (৪২), মির্জাপুর গ্রামের সুভিস চন্দ্র (৩৫) ও পাশের গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুমন চন্দ্র (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ৯টার দিকে দুটি মোটরসাইকেল মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে বরকত পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। বাসটি চৌমাথা মোড়ে প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজন মোটরসাইকেল আরোহী বিদ্যুৎ ও সুভিস আহত হন। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সুমন আহত হন। দুটি মোটরসাইকেলের আহত তিনজন আরোহীকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে ট্রাক ও বাসের কয়েকজন যাত্রী আহত হন। তাঁরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন। ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনজনের লাশ থানায় আনা হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে। এ নিয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।