Thank you for trying Sticky AMP!!

যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম

যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম ১১ মাস পর জামিনে মুক্ত

১১ মাস পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম (মুন্না)। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রী কারাগার থেকে তিনি মুক্তি পান।

মুক্তির পর আবদুল মোনায়েম সাংবাদিকদেন বলেন, ‘কারাগার থেকে মুক্তি মিললেও দেশের মানুষের মুক্তি মেলেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের অধিকার আদায়ের আন্দোলন চলছে। জেল, মামলা দিয়ে জিয়ার আদর্শের শক্তিকে থামানো যাবে না। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোন জেল, জুলুম, হুলিয়ার পরোয়া করি না। জনগণের অধিকার আদায়ের সারা জীবন লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ।’

গত বছরের ৭ মার্চ আবদুল মোনায়েমকে আটক করে পুলিশ। আটকের পর পুলিশ জানায় ২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টন এলাকায় গাড়ি ভাঙচুরের মামলায় তাঁর সম্পৃক্ততা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।