Thank you for trying Sticky AMP!!

এক পশলা বৃষ্টিতে মুরাদপুরে স্রোত

সকালের এক পশলা মাঝারি মাত্রার বৃষ্টিতে চট্টগ্রাম নগরের নিচু এলাকা পানিতে ডুবে গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে থেমে থেমে এই বৃষ্টিপাত শুরু হয়। এ কারণে স্কুল, কলেজ ও অফিসমুখো লোকজন ভোগান্তিতে পড়ে। থেমে থেমে সকল সাড় নয়টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল।

বৃষ্টিতে নগরের মুরাদপুর, ষোলোশহর, দুই নম্বর গেট, আলফালাহ গলি, চকবাজার, বাকলিয়া, প্রবর্তক, হালিশহরসহ বিভিন্ন স্থানে পানি জমে যায়। ফলে যান চলাচল ব্যাহত হয়। বৃষ্টি থামার আধা ঘণ্টা পরও যান চলাচল স্বাভাবিক হয়নি মুরাদপুর এলাকায়।

সকালের এক পশলা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের মুরাদপুরের নিচু এলাকা পানিতে প্লাবিত হয়। ছবি: প্রথম আলো

আগ্রাবাদের কর্মস্থলে যাচ্ছিলেন শাহজাহান নামে এক লোক। তিনি বলেন, সিএনজি অটোরিকশায় আধা ঘণ্টা ধরে বসে আছি। পানি এখনো নামেনি। সড়কে স্রোত বয়ে যাচছে।

আবহাওয়া দপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ ফারজানা নাসরিন জানান, সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মৌসুমি নিম্নচাপের কারণে এই বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই কারণে চট্টগ্রামসহ দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।