Thank you for trying Sticky AMP!!

কালও সারা দেশে বৃষ্টি হতে পারে

আজ সকাল থেকেই রাজধানীতে ঝুম বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ছাতা মাথায় দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের এক সদস্য।

খুলনা, সাতক্ষীরা ও ভারতের পশ্চিমবঙ্গে সৃষ্ট স্থল নিম্নচাপের কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকেই সারা দেশে বৃষ্টি হচ্ছে। আগামী কাল শুক্রবারও সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল দুপুর পর্যন্ত দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রাজধানী ঢাকাসহ খুলনা, বরিশাল ও রাজশাহীতে বেশি বৃষ্টিপাত হতে পারে। আজ দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত রাজধানী ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১৫ মিলিমিটার।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা প্রথম আলোকে বলেন, আজ ও কাল সারা দেশে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে। তবে শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত কমে আসবে। পরদিন শনিবার বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপপরিচালক কাওসার পারভিন জানিয়েছেন, লঘুচাপটি আজ বেলা তিনটার সময় স্থল নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগ অতিক্রম করেছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে, যা শুক্রবার দুপুরের পর কমে আসবে।