Thank you for trying Sticky AMP!!

খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

পাহাড় কাটা বন্ধ হয় না

খাগড়াছড়ির গুইমারায় পাহাড় কাটার দায়ে ইটভাটার মালিক শহিদ উল্লাহকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুষার আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

পুলিশ জানায়, গুইমারা ছনখলা উতুলপাড়া এলাকায় ইটভাটার জন্য এক্সকাভেটর দিয়ে পাহাড় কাটা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ওই এলাকায় যান। কিন্তু তিনি পৌঁছানোর আগেই ট্রাকের চালক ও মাটি কাটার শ্রমিকেরা পালিয়ে যান। পরে মাটিভর্তি অবস্থায় দুটি ট্রাক পাওয়া যায়। পরে ইটভাটার মালিককে জরিমানা করা হয়।

ইউএনও তুষার আহমেদ বলেন, অবৈধভাবে পাহাড় কেটে ইট বানানো বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জরিমানা করা হয়েছে।