Thank you for trying Sticky AMP!!

ঘূর্ণিঝড় বুলবুলে খুলনায় প্রাণ গেল দুজনের

জেলার দাকোপ ও দিঘলিয়া ইউনিয়নে দুজন মারা গেছেন ঝড়ের সময় ঘরে গাছ চাপা পড়ে। ছবি: সাদ্দাম হোসেন

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সৃষ্ট ঝড়ে খুলনায় দুজনের মৃত্যু হয়েছে। জেলার দাকোপ ও দিঘলিয়া ইউনিয়নে দুজনই মারা গেছেন ঝড়ের সময় ঘরে গাছ চাপা পড়ে। আজ রোববার জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

খুলনার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আজিজুল হক জোয়ার্দার বলেন, খুলনার দাকোপ উপজেলায় দক্ষিণ দাকোপ গ্রামে ঝড়ের সময় ঘরে গাছ পড়ে প্রমীলা মণ্ডল (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর স্বামীর নাম সুভাষ মণ্ডল।

গতকাল রাতে দক্ষিণ দাকোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন প্রমীলা মণ্ডল। আজ সকাল নয়টার দিকে তিনি বাড়ি যান। তিনি রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় রান্নাঘরের ওপর পাশের একটি বড় গাছ ভেঙে পড়ে। তিনি ঘটনাস্থলেই চাপা পড়ে মারা যান।

জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে আলমগীর হোসেন (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গাছ চাপা পড়ে মারা গেছেন। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনার জেলা ত্রাণ ও পুনর্বাসন সূত্র জানায়, দাকোপে ১ হাজার ৭৬৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ৩১৫টি চিংড়ি ঘের নষ্ট হয়েছে। দাকোপের নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে।