Thank you for trying Sticky AMP!!

ঘূর্ণিঝড় 'বুলবুল' আসতে পারে

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। আজ বুধবার সন্ধ্যা বা রাতের দিকে এটি সাইক্লোনে রূপ নিতে পারে। পরে বাংলাদেশ এবং ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা নিম্নচাপটি সামান্য পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। সকাল নয়টার দিকে একই এলাকায় থাকা এ নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পরবর্তী ২৪ ঘণ্টায় উপকূলীয় অঞ্চলের দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের অন্যত্র আকাশ মেঘলা থাকবে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘নিম্নচাপটি সাইক্লোনে পরিণত হতে পারে। তবে এটি সাইক্লোনে পরিণত হবে কি না, তা আজ সন্ধ্যা বা রাতের দিকে নিশ্চিত করে বলা সম্ভব হবে।’
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, সাইক্লোনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা রাজ্যের উপকূল অতিক্রম করতে পারে।

নিম্নচাপটি যদি সাইক্লোনে পরিণত হয়, এর নাম হবে ‘বুলবুল’। নামটি পাকিস্তানের দেওয়া।