Thank you for trying Sticky AMP!!

তেঁতুলিয়ায় শীত বেড়েছে, রোদের দেখা

সকালের মিঠে রোদে খেলায় মগ্ন শিশুরা। মোঘলের কেল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, বোদা উপজেলা, পঞ্চগড়, ২৫ জানুয়ারি। ছবি: রাজিউর রহমান

গত দুদিনের তুলনায় দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শীতের তীব্রতা বেড়েছে। আজ শনিবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গতকাল শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ এবং গত বৃহস্পতিবার ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাতে উত্তরের ঝিরিঝিরি হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হয়।

কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলেও আজ সকাল সকাল সূর্যের দেখা পাওয়া গেছে। মিষ্টি রোদে মানুষ পেয়েছে কিছুটা স্বস্তি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত কয়েক দিন আকাশে মেঘ, জলীয় বাষ্প আর ঘন কুয়াশা থাকায় তাপমাত্রা কিছুটা বেশি ছিল। তবে দিনের বেলা সূর্যের আলো ভালোভাবে ছড়াতে পারেনি। এখন পঞ্চগড়ের ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল রাতে ঘন কুয়াশার পরিমাণ কম ছিল। আকাশ ছিল মেঘমুক্ত। এ কারণে আজ সকাল সকাল সূর্যের মুখ দেখা গেছে।

রহিদুল বলেন, আগামী কয়েক দিন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ২৮ ও ২৯ জানুয়ারি আকাশে মেঘ জমে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এরপর তাপমাত্রা বাড়তে শুরু করবে।