Thank you for trying Sticky AMP!!

ধামরাইয়ে চার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

ঢাকার ধামরাইয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদে আজ বুধবার পরিবেশ অধিদপ্তর অভিযান চালায়। ছবি: প্রথম আলো

ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে এসব ভাটাকে ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার সকাল থেকে বেলা একটা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম ও মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশের মেসার্স হোসেন ব্রিকস, খান ব্রিকস, আইরিন ব্রিকস ও ঈগল ব্রিকসের দেয়াল ভেঙে দেওয়া হয়। এ সময় প্রতিটি ইটভাটাকে ১২ লাখ টাকা করে জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক জরিমানার টাকা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম কাজী তামজীদ আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটায় ইট পোড়ানো হচ্ছিল। এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা জেলা প্রশাসনের কোনো অনুমতি নেই। তিনি বলেন, ইটভাটা উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া। এই অভিযান অব্যাহত থাকবে।