Thank you for trying Sticky AMP!!

পাথরঘাটায় বুলবুলের আঘাতে ঘরবাড়ি-গাছপালার ক্ষয়ক্ষতি

প্রথম আলো ফাইল ছবি

বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, এলাকার বেশ কিছু গাছপালা ভেঙে গেছে এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আজ রোববার সকালে পাথরঘাটায় প্রচণ্ড বাতাস বইছে।

পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, বিষখালী নদী তীরের বাদুড়তলা আবাসনের চাল উড়ে গেছে। অপরদিকে পদ্মা বেড়িবাঁধ নাজুক থাকায় ভেতরে পানি ঢোকার উপক্রম হয়েছে।

কাকচিরা ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, বিষখালী নদীর পানি বেড়ে কাকচিরা বাজার তলিয়ে গেছে।

কালমেঘা ইউপির চেয়ারম্যান আকুল মোহাম্মাদ বলেন, স্বাভাবিকের চেয়ে নদীর পানি তিন থেকে চার ফুট বেড়েছে। এখন নদীতে জোয়ার রয়েছে। ওই জোয়ারের পানিতে কালমেঘার কুবদন বেড়িবাঁধ নাজুক অবস্থায় আছে। যেকোনো সময় তা তলিয়ে যাবে। এসব এলাকায় বেশ কিছু গাছপালা ভেঙেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ওই তিন এলাকার চেয়ারম্যানরা বলছেন, তাদের এলাকায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে খবর পেয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পাথরঘাটায় প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়। তবে আজ সকাল সাতটা থেকে বৃষ্টি থেমে গেছে। পাথরঘাটার ৭৪টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন অনেক মানুষ। রাতে তাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়।