Thank you for trying Sticky AMP!!

বনের বানর ফুটপাতে

সিলেট শহরের ব্যস্ত ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন পথচারীরা। ঠিক ফুটপাতেই বসে আছে বনের বানর! হঠাৎ লোকালয়ে বনের বানর দেখে কেউ ভয় সরে যাচ্ছেন, কেউ আবার এগিয়ে এসে কাছে বসে খাওয়াচ্ছেন। আজ বুধবার সিলেটের জিন্দাবাজার-চৌহাট্টা সড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে চোখে পড়ে এমন দৃশ্য।

স্থানীয় রিকশাচালক ফারুক মিয়া বলেন, বেশ কয়েক দিন ধরে বানরটি নগরের বিভিন্ন এলাকার ফুটপাতে ঘুরছে। মানুষের দেওয়া খাবার খাচ্ছে। কেউ বানরটিকে খাওয়ায়, কেউ আবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তবে বানরটি কোনো ধরনের উৎপাত ছাড়াই শহরে বিভিন্ন এলাকায় ঘুরছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি সংগঠনের মানববন্ধন চলছিল। ঠিক তখনই এর উল্টোদিকের ফুটপাতে বানরটিকে ঘিরে লোকজনের জটলা বাধে। কেউ ছবি তুলছেন, কেউ আবার ফুটপাতে বসে থাকা বানরটির কাছে গিয়ে খাবার খাওয়াচ্ছিলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সম্পাদক আবদুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, বনজঙ্গল কেটে সাবাড় করছে মানুষ। আবাসস্থল হারাচ্ছে বন্য প্রাণী। ফলে বন্য প্রাণীর খাদ্যসংকট দেখা দিয়েছে। এ কারণেই খাবারের খোঁজে বন থেকে লোকালয়ে এসেছে বানরটি। বন্য প্রাণী রক্ষায় সবাইকেই এগিয়ে আসতে হবে।

ফুটপাতেই বসে আছে বনের বানর! হঠাৎ বনের বানর লোকালয়ে দেখে কেউ ভয় সরে যাচ্ছেন, কেউ আবার কাছে বসিয়ে খাওয়াচ্ছেন।
সিলেটের ব্যস্ততম জিন্দাবাজার-চৌহাট্টা সড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে চোখে পড়ে এমন দৃশ্য।
বেশ কয়েক দিন ধরে বানরটি নগরের বিভিন্ন এলাকার ফুটপাতে ঘুরছে।
কেউ কেউ বানরটিকে খাওয়ায়, কেউ আবার তাড়িয়ে দেওয়ার চেষ্টাও করে।
বানরটি কোনো উৎপাত করছে না, শহরের বিভিন্ন এলাকায় ঘুরছে।
বিশেষজ্ঞরা বলছেন, আবাস্থল হারাচ্ছে বন্য প্রাণীরা। খাবারের খোঁজেই বন থেকে লোকালয়ে এসেছে বানরটি।