Thank you for trying Sticky AMP!!

বহাল থাকবে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

ঘূর্ণিঝড় ফণীর কারণে গত বৃহস্পতিবার থেকে দক্ষিণাঞ্চলের সব নৌপথে লঞ্চ চলাচল বন্ধের যে নির্দেশ ছিল তা বহাল রাখা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশের ওপর আঘাত হানলেও সেটা বর্তমানে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে দেশের সব সমুদ্রবন্দরে জারি করা সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল ও অন্যান্য জেলা থেকে ঢাকা ও অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচলের ওই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আজমল হুদা সরকার শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নদ-নদীতে এখন অধিক উচ্চতায় জোয়ার প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ভাটার সময় স্রোতের তীব্রতা খুব বেড়ে যাচ্ছে। ফলে ওই সময় চলাচলকারী লঞ্চগুলো নিয়ন্ত্রণ করা অসম্ভব হতে পারে। এ জন্য যাত্রীদের জীবনের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সারা দেশেই নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।