Thank you for trying Sticky AMP!!

মুক্ত আকাশে পাখা মেলল শকুনটি

নীলফামারীর সদর উপজেলার গোড়গ্রাম থেকে অসুস্থ একটি শকুনকে ২ এপ্রিল উদ্ধার করে সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের সদস্যরা। এক মাস চিকিৎসার পর সুস্থ হলে আজ রোববার উপজেলা পরিষদ চত্বর থেকে আকাশে উড়িয়ে দেওয়া হয় শকুনটিকে।

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া মুক্ত আকাশে উড়িয়ে দেন শকুনটিকে। এর আগে একই স্থানে বন্যপ্রাণী উদ্ধার ও সাময়িক পরিচর্যা কেন্দ্রের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন প্রধান অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন ইউএনও এস. এম. গোলাম কিবরিয়া। তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন দীর্ঘদিন ধরে এই এলাকায় পাখি ও পরিবেশ নিয়ে কাজ করছে। তাদের সহায়তায় এই কেন্দ্রটি চালু করা হলো। এখন থেকে আমরা একযোগে প্রাণীদের রক্ষায় কাজ করব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন, আমাদের প্রিয় সংগঠনের নওশাদ আনসারীসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।