Thank you for trying Sticky AMP!!

মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি বাড়ছে

মেঘনা অববাহিকার নদীগুলোর পানি বাড়ছে।

উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি বাড়ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত এটি অব্যাহত থাকতে পারে। ব্রহ্মপুত্র-যমুনা এবং পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে। এটি  আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা নদীর পানি বাড়ছে। এটিও আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত পারে।

দেশের ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৬০টির। কমেছে ৩৬টির। অপরিবর্তিত রয়েছে ৫টির। বিপদসীমার ওপরে স্টেশনের সংখ্যা ৫টি এবং বিপদসীমার ওপরে নদীর সংখ্যা ৫টি।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। জাফলংয়ে ১৩০ মিলিমিটার, ঠাকুরগাঁওয়ে ১১০ মিলিমিটার, পঞ্চগড়ে ১০৯ মিলিমিটার, ডালিয়ায় ৯৬ মিলিমিটার, লালাখালে ৮০ মিলিমিটার, দিনাজপুরে ৭১ মিলিমিটার, ভৈরব বাজারে ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।