Thank you for trying Sticky AMP!!

রাজধানীতে দিনভর বৃষ্টি

>ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে এ পর্যন্ত দু’জন নিহত ও ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫ হাজার কাঁচা ঘরবাড়ি। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গত শুক্রবার থেকেই সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। শনিবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যায়। রাজধানীতেও আজ রোববার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। সদরঘাট লঞ্চ টার্মিনালের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অফিস থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে। এতে ভোগান্তিতে পরে সাধারণ মানুষ।
সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে আজও কোনো যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি।
সদরঘাট টার্মিনাল পল্টুন ছিল ফাঁকা।
বরিশাল যাওয়ার উদ্দোশ্যে এসে শুক্রবার থেকে টার্মিনালের করিডোরে থাকছেন তাঁরা।
লঞ্চের টিকেট কাউন্টারেও যাত্রীদের অপেক্ষা
টার্মিনালে আটকে আছে অনেক পন্যও
নদী পারাপারে জন্য নৌকায় করে যাতায়াত করছে মানুষ
দিনভর গুড়িগুড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পোহাতে হয় নগরবাসীকে
দমকা হাওয়ার সাথে তাল মিলিয়ে চলতে বেগ পেতে হয় মাঝিদের