Thank you for trying Sticky AMP!!

সিলেটে ভূকম্পন অনুভূত

সিলেটে আজ সোমবার ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ১। আজ বেলা ১টা ১০ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে কেঁপে উঠে সিলেটের আশপাশের এলাকা।

সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট। তবে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক কোবাদ আলী সরকার বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।