Thank you for trying Sticky AMP!!

দেশের বিভিন্ন স্থানে চলছে শৈত্যপ্রবাহ

শীতের তীব্রতা আজ থেকে কমে আসবে

শীতের তীব্রতা গত দুই দিন রাজধানী ঢাকায় অনেকটাই কম। তবে ঢাকার বাইরের পরিস্থিতি এখনো ভিন্ন। চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গতকাল রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়ার কাছাকাছি তাপমাত্রা ছিল দিনাজপুর ও নীলফামারীর সৈয়দপুরে। এর মধ্যে দিনাজপুরে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সৈয়দপুরের তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী তেঁতুলিয়া, দিনাজপুর ও সৈয়দপুরে এখন তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

তবে আজ সোমবার থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা বাড়বে। আর আগামীকাল মঙ্গলবার শৈত্যপ্রবাহের আওতাধীন জেলার সংখ্যাও অনেকটা কমে আসবে।