Thank you for trying Sticky AMP!!

এসএসসি পরীক্ষায় স্ত্রীকে নকল দিতে গিয়ে স্বামীর দুই বছর কারাদণ্ড

সাইফুল ইসলাম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কেন্দ্রে ঢুকে এসএসসি পরীক্ষার্থী স্ত্রীকে নকল সরবরাহের দায়ে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার সোনাইমুড়ী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সাইফুল ইসলাম (২৩)। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিনয়নগর গ্রামের নুরুল আলমের ছেলে। সোনাইমুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন মিয়া তাঁকে কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ সকালে সোনাইমুড়ী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলছিল। সাইফুল তাঁর এসএসসি পরীক্ষার্থী স্ত্রীকে নকল সরবরাহের জন্য পরীক্ষার হলের জানালার পাশে অবস্থান করছিলেন। সেখানে দাঁড়িয়ে মুঠোফোন থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর লিখে স্ত্রীকে সরবরাহের সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা প্রথম আলোকে বলেন, মুঠোফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্য এক যুবকের কাছ থেকে প্রশ্নের উত্তর সংগ্রহ করার পর তা লিখে স্ত্রীকে সরবরাহ করছিলেন সাইফুল। তাঁর মুঠোফোনে নকল সরবরাহের অনেক প্রমাণ মিলেছে। তিনি নিজেও ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ স্বীকার করেছেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সাইফুল ইসলাম পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের হাতে ধরা পড়েন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে সাজা দেওয়া হয়। বিকেলে সাইফুলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।