Thank you for trying Sticky AMP!!

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

গোপন কক্ষে নৌকার কেন্দ্র সচিব, বললেন ‘দেখিয়ে দিলে ভোট দ্রুত হয়’

নৌকার কেন্দ্র সচিব দাবি করা খোকন দেবনাথ (মাঝে)। দক্ষিণ কাট্টলী ফজলুল হাজেরা ডিগ্রি কলেজ কেন্দ্রের ৩ নম্বর ভোটকক্ষ। বেলা সোয়া ১১টার দিকে। চট্টগ্রাম, ৩০ জুলাই

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে দক্ষিণ কাট্টলী ফজলুল হাজেরা ডিগ্রি কলেজ কেন্দ্রের ৩ নম্বর কক্ষের (পুরুষ) সামনে গতকাল রোববার বেলা সোয়া ১১টার দিকে ১০ থেকে ১২ ব্যক্তির জটলা দেখা যায়। সেখানে থাকা লোকজনের মধ্যে অন্তত পাঁচজনের বুকে নৌকা প্রতীকের ব্যাজ লাগানো ছিল। বিস্তারিত পড়ুন:

‘আমার বাপের কী দোষ, ও তো কোনো দল করত না’

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষে ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর বাবা আবদুস সাত্তারের আহাজারি। তাঁকে সান্ত্বনা দিচ্ছেন প্রতিবেশী ও স্বজনেরা। রোববার দুপুরে নকলা উপজেলার নারায়ণখোলা পশ্চিমপাড়া গ্রামে

‘আমার কলিজার বাপধন ডেঙ্গু পরীক্ষা করবার লাইগ্যা ঢাকা গেছিল। শুক্কুরবার সকালবেলা ফোন কইরা আমার কাছে তিন হাজার টাকাও চাইছে। ওই টাকা তো আর পাঠাইবার পাইলাম না। ও আল্লাহ, আমার স্বর্ণের চাক্কারে তুমি কই নিয়া গেলা? আমার কইলজার টুকরারে ছাড়া আমি অহন কেমনে থাকমু? মরার তিন দিনেও আমার বাপধনরে দেখবার পাইলাম না গো। তুমি আমারেও তুইল্লা নাও আল্লাহ।’ বিস্তারিত পড়ুন:

পুরোনো ছবি-ভিডিও যেভাবে অপতথ্য ছড়াচ্ছে রাজনীতির মাঠে

‘বাসে আগুনের চেষ্টা, ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক’ শিরোনামে প্রথম আলো পত্রিকায় ২০১৪ সালে প্রকাশিত সংবাদকে বিএনপির সাম্প্রতিক কর্মসূচির খবর বলে প্রচার করা হচ্ছে। মূলত ২০১৪ সালে মাগুরায় একটি বাসে আগুন দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন তাঁরা। অন্য দুটি ছবিও আগের হলেও তা সাম্প্রতিক বলে প্রচার করা হয়েছে

বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশ বা বিক্ষোভ, কর্মসূচিকে কেন্দ্র করে সম্প্রতি পুরোনো ছবি-ভিডিও বা খবরের স্ক্রিনশট শেয়ারের প্রবণতা দেখা যাচ্ছে। ২৮ ও ২৯ জুলাই সরকারি ও বিরোধী দলগুলোর পাল্টাপাল্টি সমাবেশের ঘটনায়ও এমনটিই দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো খবরের স্ক্রিনশট অথবা পুরোনো ছবি ও ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার করেছে দুই পক্ষই। ডিসমিসল্যাবের যাচাইয়ে এমন অন্তত আটটি নজির পাওয়া গেছে, যা একাধিক দায়িত্বশীল ব্যক্তিও শেয়ার করেছেন।
বিস্তারিত পড়ুন:

ডলারের তেজ কি শেষ পর্যন্ত কমে আসছে

চলতি মাসে মার্কিন ডলারের পতনের গতি আরও খানিকটা বেড়েছে। কারণ হলো, বিনিয়োগকারীরা সুদের হারের বিষয়ে তাদের প্রত্যাশা কমিয়েছে। সিএনএন জানায়, গত সেপ্টেম্বরে ডলারের দাম দুই দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। এর পেছনে মূল কারণ ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আগ্রাসীভাবে সুদের হার বাড়ানোর পদক্ষেপ। কিন্তু এরপর এল মন্দার আশঙ্কা, তিনটি আঞ্চলিক ব্যাংকের পতন এবং কংগ্রেস সদস্যদের বাক্‌যুদ্ধ ও সরকারের ব্যয় নিয়ে উদ্বেগ। বিস্তারিত পড়ুন:

কলকাতায় অপুর ‘লাল শাড়ি’ দেখতে দর্শকের ভিড়

কলকাতায় অপু বিশ্বাস

বাংলাদেশ চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দন চত্বর এখন জমজমাট। দুটি প্রেক্ষাগৃহ, নন্দন-১ এবং নন্দন-২-তে দেখানো হচ্ছে বাংলাদেশের ২২টি চলচ্চিত্র। বিনা মূল্যে এই চলচ্চিত্র দেখা নিয়ে ভিড় জমেছে এই নন্দন চত্বরে। নিজের সিনেমার প্রদর্শনী উপলক্ষে অভিনেত্রী অপু বিশ্বাস এসেছেন কলকাতায়। বিস্তারিত পড়ুন: