Thank you for trying Sticky AMP!!

মোসাম্মৎ দিলরুবা সুলতানা

সিনিয়র জেলা জজ দিলরুবা সুলতানা মারা গেছেন

খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১-এর বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা (সিনিয়র জেলা জজ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল সোয়া আটটায় খুলনার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন।

দিলরুবা সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি দিলরুবা সুলতানার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া আইনমন্ত্রী আনিসুল হক এবং আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার দিলরুবার মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা (পিআরও) মো. রেজাউল করিম জানান, দিলরুবা সুলতানার জন্ম ১৯৭৪ সালের ২১ অক্টোবর। তিনি ১৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে বিচার বিভাগে যোগ দেন। তাঁর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়। আজ বাদ আসর জানাজা শেষে খুলনার খালিশপুরের গোয়ালখালী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।