Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক আনোয়ারুল আলম বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক মো. আফতাব আলী শেখের কাছে সনদের কপি হস্তান্তর করেন

পানির গুণাগুণ নির্ণয়ে আন্তর্জাতিক সনদ পেল বিসিএসআইআর

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ন্যাশনাল অ্যানালাইটিক্যাল রিসার্চ অ্যান্ড সার্ভিসেস (আইএনএআরএস) আন্তর্জাতিক সনদ অর্জন করেছে। পানির গুণাগুণ সঠিকভাবে নির্ণয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতার জন্য ১০০টি ওয়াটার কোয়ালিটি প্যারামিটারের আইএসও/আইইসি ১৭০২৫: ২০১৭ সনদ অর্জন করে সংস্থাটি।

বিসিএসআইআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেলে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক আনোয়ারুল আলম বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক মো. আফতাব আলী শেখের কাছে ওই সনদের কপি হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, আর্সেনিকসহ দেশে ও বিদেশের পানিতে ভারী ধাতু শনাক্তকরণ এবং বিশুদ্ধ পানি নির্ণয়ের এই সনদ বিসিএসআইআরের বিজ্ঞানীদের উৎসাহিত করবে। একই সঙ্গে দেশের জন্য এটি গৌরবেরও।

সনদের কপি হস্তান্তরের সময় অন্যদের মধ্যে উদ্ভাবক বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।