Thank you for trying Sticky AMP!!

হাছান মাহমুদ ও এস জয়শঙ্কর

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। হাছান মাহমুদের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় জয়শঙ্কর নিকট প্রতিবেশী দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় হাছান মাহমুদকে অভিনন্দন জানান।

এস জয়শঙ্কর এক্স বার্তায় লিখেছেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় হাছান মাহমুদকে অভিনন্দন। ভারত ও বাংলাদেশের মৈত্রীর সম্পর্ক আরও গভীরতর করার ব্যাপারে একসঙ্গে কাজ করতে আমি উন্মুখ রয়েছি।’

হাছান মাহমুদ একাদশ সংসদ নির্বাচনের পর গত পাঁচ বছর তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ এবার টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। ওই দিনই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান হাছান মাহমুদ।