Thank you for trying Sticky AMP!!

সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল ‘এমভি আবদুল্লাহর ক্যাপ্টেনের বর্ণনায় উঠে এল দুর্বিষহ জিম্মিদশার ৩৩ দিন’ শিরোনামের খবরটি। আরও ছিল ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় প্রাইভেট কারসহ কয়েকটি গাড়িকে ট্রাকের চাপা দেওয়া খবরটি। আন্তর্জাতিক খবরের মধ্যে বৃষ্টিতে আরব আমিরাতে বন্যা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধের খবরটিতে পাঠকের বেশ আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

এমভি আবদুল্লাহর ক্যাপ্টেনের বর্ণনায় উঠে এল দুর্বিষহ জিম্মিদশার ৩৩ দিন

এমভি আবদুল্লাহর মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ

জিম্মিদশার শুরু থেকে মুক্তি পর্যন্ত সবকিছুই ঘটে জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদের চোখের সামনে। সংযুক্ত আরব আমিরাতের পথে থাকা জাহাজটি থেকে গতকাল মঙ্গলবার হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে দুর্বিষহ এই জিম্মিদশার বর্ণনা দিয়েছেন ক্যাপ্টেন আবদুর রশিদ। বিস্তারিত পড়ুন...

টোল প্লাজায় প্রাইভেট কারসহ কয়েকটি গাড়িকে ট্রাকের চাপা, নিহত ১১

ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়

টোল প্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল ইজিবাইক, প্রাইভেট কারসহ বেশ কয়েকটি গাড়ি। এ সময় সিমেন্টবাহী ট্রাকটি সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে প্রতিবন্ধক ভেঙে রাস্তার পাশে চলে যায়। এতে ১৪ জন নিহত হন। বিস্তারিত পড়ুন...

বৃষ্টিতে আরব আমিরাতে বন্যা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

দুবাইয়ের রাস্তায় বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় আটকা পড়েছে গাড়ি। বুকসমান পানিতে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ১৬ এপ্রিল

তুমুল বৃষ্টি ও ঝড়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই অচল হয়ে পড়েছে। মরুর দেশে দেখা দিয়েছে বন্যা। রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে সেখানকার বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব হচ্ছে বা উড়োজাহাজ অবতরণ করতে পারছে না। বিস্তারিত পড়ুন...

ইরানের হামলায় নতুন ‘জীবন’ পেয়েছেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলে প্রথমবারের মতো ইরানের হামলা নেতানিয়াহুকে দেয় নতুন ‘জীবন’। তেহরানের ছোড়া তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলকে সহায়তা করে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। বিস্তারিত পড়ুন...

জ্বলে উঠলেন এমবাপ্পে, বার্সেলোনাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি

কিলিয়ান এমবাপ্পের গোল উদ্‌যাপন

৮৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পে যখন পিএসজির চতুর্থ গোলটা করলেন, বার্সেলোনার শোকবিহ্বল সমর্থকদের শুকনা মুখগুলোর দিকে তখন তাকানো যাচ্ছিল না। সমর্থকদের কেউ কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। ওই গোলেই যে বিদায়ের বিউগল বেজে গিয়েছিল তাঁদের মনে। বিস্তারিত পড়ুন...