Thank you for trying Sticky AMP!!

ঢাকার আদালত বর্জন করে কর্মসূচি পালন করছেন বিএনপিপন্থী আইনজীবী। আজ মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতি ভবনের নিচে

সুপ্রিম কোর্ট সমিতিতে কর্মসূচি পালন করলেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা

বিএনপি-জামায়াতপন্থী ও সমমনা আইনজীবীরা আজ মঙ্গলবার ‘আদালত বর্জন কর্মসূচি’ পালন করেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের প্রবেশমুখে ও পথে সারিবদ্ধভাবে বসে ও দাঁড়িয়ে অবস্থান নিয়ে সকাল থেকে মাঝে বিরতি দিয়ে বিকেল পর্যন্ত ওই কর্মসূচি পালন করেন তাঁরা।

এদিকে দুপুরে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ওই কর্মসূচিতে আদালতের কার্যক্রমে কোনো ধরনের প্রভাব পড়েনি। কার্যক্রম পুরোদমে চলেছে। মামলার শুনানি হয়েছে, সব পক্ষের আইনজীবীরা ছিলেন। ওনারা হয়তো কয়েকজন যাননি। নিজেরা না গেলেও ওনারা হয়তো অন্য কাউকে পাঠিয়ে মামলা করে নিয়েছেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সর্বোচ্চ আদালতসহ সারা দেশে আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ‘ডামি’ নির্বাচন বর্জন, বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার দাবিতে এই কর্মসূচি ঘোষণার কথা সেদিন সংবাদ সম্মেলনে জানানো হয়। গত ৩১ ডিসেম্বর অপর এক সংবাদ সম্মেলনে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল। লিফলেট বিতরণ ও বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে আজ সমিতি ভবনের প্রবেশমুখে ও পথে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে তারা।

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, বিএনপিপন্থী ও সমমনা আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) আহ্বায়ক জয়নুল আবেদীন, ফোরামের মহাসচিব কায়সার কামাল, ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, সহসভাপতি এম বদরুদ্দোজা, যুগ্ম মহাসচিব মো. রুহুল কুদ্দুস ও ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম, ফোরামের প্রচার সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঢাকার আদালত বর্জন
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা ঢাকার আদালত বর্জন করে মিছিল করেছেন। আজ বিএনপিপন্থী আইনজীবীরা একাধিকবার ঢাকার আদালতে মিছিল করেন। দুপুরে ঢাকা আইনজীবী সমিতি ভবনের নিচে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের নেতারা সমাবেশে বলেন, ভোটাধিকার আদায়ের দাবিতে তাঁরা সপ্তাহব্যাপী আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। তড়িঘড়ি বিচার ও রায়ের বিরুদ্ধে আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। মিছিলে অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা মহসিন মিয়া, খোরশেদ আলম মিয়া, ওমর ফারুক ফারুকী, সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।