Thank you for trying Sticky AMP!!

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত

তৃতীয় সমাবর্তনে ছয় হাজারের বেশি শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির তৃতীয় সমাবর্তন। গতকাল সোমবার রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে আয়োজিত সমাবর্তনে ছয় হাজারের বেশি শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে সমাবর্তনে সভাপতিত্ব¡করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. শাহ-ই-আলম। সমাবর্তন অনুষ্ঠানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য বিশ্বজিৎ চন্দ ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান মেসবাহউদ্দিন আহমেদ এবং অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়েরসাবেক সহ–উপাচার্য শীনা এম ফ্যালকোনার।

সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা ছয় হাজারের বেশি শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। পাশাপাশি পাঁচ ক্যাটাগরিতে স্বর্ণপদকসহ মোট ৩১টি সম্মানসূচক পদক, যেমন চ্যান্সেলরস পদক, বোর্ড অব ট্রাস্টিজ পদক, ভাইস চ্যান্সেলরস, ডিন পদকসহ বিভিন্ন পদক প্রদান করা হয়।

সমাবর্তন অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। বিশ্ববিদ্যালয়টির সংগীত ও নৃত্যকলা বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন।