Thank you for trying Sticky AMP!!

ইউআইইউর উপাচার্য মো. আবুল কাশেম মিয়া ও পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর মল্লিক ফকরুল ইসলাম সমঝোতা স্মারকে সই করেন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও পুলিশ স্টাফ কলেজের মধ্যে সমঝোতা স্মারক সই

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের (পিএসসি) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল শনিবার ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সমঝোতা স্মারক সই হয়।

ইউআইইউর উপাচার্য মো. আবুল কাশেম মিয়া ও পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) মল্লিক ফকরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআইইউর ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক প্রফেসর ইমেরিটাস এম রিজওয়ান খান, ইউআইইউর কোষাধ্যক্ষ মো. আবদুল মোকাদ্দেম, রেজিস্ট্রার মো. জুলফিকুর রহমান, পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর মো. রেজাউল হক, এমডিএস (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. মতিউর রহমান শেখ, এমডিএস (একাডেমিক) মো. গোলাম রসুল, এমডিএস (ট্রেনিং) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পরিচালক (একাডেমিক) সুফিয়ান আহমেদ ও স্টাফ অফিসার টু রেক্টর আবু সুফিয়ান।

চুক্তি অনুযায়ী ইউআইইউ ও পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ যৌথভাবে বিভিন্ন একাডেমিক এবং প্রাতিষ্ঠানিক গবেষণা সহযোগিতায় কাজ করবে। এ ছাড়া যৌথভাবে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং শিক্ষাসফর আয়োজন করবে। প্রয়োজন অনুযায়ী দুই প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে বিনিময় প্রোগ্রাম থাকবে।  

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান ও পরিচালক, শিক্ষক-শিক্ষিকা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।