Thank you for trying Sticky AMP!!

দুষ্ট লোকের ভুল তথ্যে কথা বলেছেন সাদাসিধে জাপানি রাষ্ট্রদূত: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মনে করেন, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশের ভালো বন্ধু। কিন্তু কোনো দুষ্ট লোকের ভুল তথ্যে ‘সাদাসিধে’ এই রাষ্ট্রদূত ২০১৮ সালের নির্বাচন নিয়ে কথা বলেছেন। তবে তাঁর ওই মন্তব্য নিয়ে বাংলাদেশ মোটেই উদ্বিগ্ন নয়। আজ রোববার রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে ইতো নাওকি বলেছিলেন, ২০১৮ সালের নির্বাচনের আগের রাতেই পুলিশ ব্যালট বাক্স ভর্তি করেছিল বলে তিনি শুনেছেন। বিশ্বের আর কোথাও তিনি এমন দৃষ্টান্ত শোনেননি।

জাপানের রাষ্ট্রদূতের এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আব্দুল মোমেন বলেন, ‘ওকে (ইতো নাওকি) কোনো দুষ্ট লোক ভুল তথ্য দিয়েছে। সে সাদাসিধে মানুষ। বাংলাদেশের ভালো বন্ধু। তাঁকে বলা হয়েছে (ওদের তথ্যমতে) পুলিশ এসে ভোট দিয়েছে। সে কথা সে বলে ফেলল। তিনি ভালো মানুষ। এটা নিয়ে (জাপানের রাষ্ট্রদূতের মন্তব্য) আমরা মোটেই উদ্বিগ্ন নই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত জাপান সফর স্থগিত করা নিয়ে সাংবাদিকেরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান। তিনি বলেন, ‘দেশটির রাজনৈতিক অস্থিরতা এবং কোভিডের কারণে কড়াকড়ির ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর আপাতত স্থগিত করা হয়েছে। তারা তৈরি আছে। আমরাই সফর স্থগিত করেছি বিভিন্ন বিবেচনায়। দেখলাম যে এ সময় খুব কঠিন (সফর করা)। তাদের ঠিক নেই। তারা সমস্যায় আছে।’

Also Read: অন্য কোনো দেশে আগের রাতে ব্যালট বাক্স ভর্তির দৃষ্টান্তের কথা শুনিনি: জাপানি রাষ্ট্রদূত