Thank you for trying Sticky AMP!!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা পাশে ছিলেন

স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই থেকে লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেছেন রাষ্ট্রপতি।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. আশেকুন্নবী চৌধুরী জানান, রাষ্ট্রপতি এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে দুবাই থেকে লন্ডনে পৌঁছান।

লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রপতিকে স্বাগত জানান হাইকমিশনার সাইদা মুনা তাসনিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা তাঁর সঙ্গে রয়েছেন।

আশেকুন্নবী চৌধুরী জানান, লন্ডন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেমব্রিজ শহরে যান। সেখানে প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে তাঁকে অভিবাদন জানান।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশে ১০ দিনের সফরে ৩ মার্চ ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান। ১৩ মার্চ তাঁর লন্ডন থেকে দেশে ফেরার কথা।