Thank you for trying Sticky AMP!!

অবশেষে সোনার দাম কমল

প্রথম আলো ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরি হবে ৫৬ হাজার ৮৬২ টাকা।

আজ বুধবার থেকে সারা দেশে সোনার নতুন দর কার্যকর হয়েছে।

বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে। তারা বলছে, আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমায় দেশের বুলিয়ন মার্কেটেও সোনার দাম কমেছে। তাই বাজুসের কার্যনির্বাহী কমিটি দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ গত ২৭ আগস্ট প্রতি ভরি সোনার দাম একই হারে (ভরিতে ১ হাজার ১৬৬ টাকা) বৃদ্ধি করেছিল জুয়েলার্স সমিতি।

দর কমে যাওয়ায় আজ বুধবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ টাকা এবং ১৮ ক্যারেট ৪৯ হাজার ৫১৪ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ২৯ হাজার ১৬০ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে। প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা।

গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫৮ হাজার ২৮ টাকা, ২১ ক্যারেট ৫৫ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেট ৫০ হাজার ৬৮০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৩০ হাজার ৩২৬ টাকায় বিক্রি হয়েছে। আজ থেকে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমছে।