Thank you for trying Sticky AMP!!

অ্যাগ্রো এক্সপোতে এসিআই এনেছে একাধিক পণ্য

এসিআই দেশের কৃষিকে আরও অত্যাধুনিক ও ডিজিটাল করার উদ্দেশ্যে নিয়ে এসেছে মোবাইল অ্যাপ ‘ফসলি’। ছবি: সংগৃহীত

কৃষির সবচেয়ে বড় এক্সপো ‘অ্যাগ্রো বাংলাদেশ এক্সপো ২০১৯’ ২১ নভেম্বর থেকে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী নবম অ্যাগ্রো বাংলাদেশ এক্সপো উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এই এক্সপোতে দেশের বৃহৎ অ্যাগ্রো কোম্পানিগুলো অংশগ্রহণ করে।

এক্সপোতে এসিআই মোটরস নিয়ে আসে কৃষির সব আধুনিক যন্ত্রপাতি। যা দেশের কৃষি ও কৃষক জনগোষ্ঠীর কাছে পেয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা।

সোনালিকা ট্রাক্টর, ইয়াম্মার হারভেস্টর, এসিআই মোটরসের পাওয়ার টিলার, রিপার প্যাভিলিয়নে প্রদর্শিত হয়।

এসিআইয়ের আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষিকাজকে করে তুলছে অনেক সহজ। বাঁচাচ্ছে শ্রম, খরচ ও সময়। এসিআই দেশের কৃষিকে আরও অত্যাধুনিক ও ডিজিটাল করার উদ্দেশ্যে নিয়ে এসেছে মোবাইল অ্যাপ ‘ফসলি’।

অ্যাগ্রো বাংলাদেশ এক্সপোতে ফসলি অ্যাপের বিভিন্ন দিক তুলে ধরা হয়। যেগুলো দর্শনার্থীদের কাছে সাড়া জাগায়।

অ্যাপটিতে কৃষিসংক্রান্ত সব ধরনের তথ্য জানার পাশাপাশি এসিআই মোটরসের যেকোনো পণ্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে। সঙ্গে পছন্দের পণ্য অর্ডার করা যাবে।

ফসলি মোবাইল অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে। কৃষকের প্রয়োজনীয় সব তথ্য এখন মোবাইল ফোনে।