Thank you for trying Sticky AMP!!

আট শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)

চলতি অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আট শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ বুধবার এডিবি ডেভেলপমেন্ট আউটলুকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

ডেভেলপমেন্ট আউটলুক প্রকাশ উপলক্ষে রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এডিবির আউটলুক অনুযায়ী, চলতি অর্থবছরে সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি হবে বাংলাদেশে হবে। দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে ভারতে, সাত দশমিক দুই শতাংশ। এ ছাড়া এশিয়ায় গড়ে সাড়ে পাঁচ শতাংশ প্রবৃদ্ধি হবে।

সরকার চলতি অর্থবছরে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে লক্ষ্য ঠিক করেছে।

এডিবির আউটলুক প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে এডিবির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সুন চ্যান হং বলেন, শিল্প, কৃষি ও প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও জিডিপির প্রবৃদ্ধি আট শতাংশের বেশি হবে না।

এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ এ সময় উপস্থিত ছিলেন।