Thank you for trying Sticky AMP!!

ইউসেপ বাংলাদেশের ডে ফর গার্ল চাইল্ডে বিশেষ অনুষ্ঠান

ইন্টারন্যাশনাল ডে ফর গার্ল চাইল্ড উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার (ভারপ্রাপ্ত) ক্যানবের হোসেন বোর, ইউসেপ বাংলাদেশের চেয়ারম্যান এ কিউ সিদ্দিকী, প্রধান নির্বাহী কর্মকর্তা তাহসিনা আহমেদসহ অন্যান্যরা। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডে ফর গার্ল চাইল্ড উপলক্ষে বৃহস্পতিবার (১১ অক্টোবর) ইউসেপ বাংলাদেশের প্রধান কার্যালয় রাজধানীর মিরপুরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিশ্বজুড়ে মেয়েরা যেসব বিষয় নিয়ে সমস্যার মুখোমুখি হয়ে থাকে সেসব বিষয় নিয়েই সচেতনতা তৈরির উদ্দেশে এই দিনটি উদযাপিত হয়ে থাকে। ইউসেপ বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার (ভারপ্রাপ্ত) ক্যানবের হোসেন বোর। সকাল সাড়ে ৯টা শুরু হয়ে বেলা ১টা ৩০ মিনিটে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা বর্তমান বিশ্বে মেয়েদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, ইউসেপের মেয়ে শিক্ষার্থীরা তাঁদের মতামত ও অভিজ্ঞতার কথা শোনান।

অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। ছবি: প্রেস বিজ্ঞপ্তি।

অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের চেয়ারম্যান এ কিউ সিদ্দিকী, প্রধান নির্বাহী কর্মকর্তা তাহসিনা আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। প্রেস বিজ্ঞপ্তি।