Thank you for trying Sticky AMP!!

ইশারা ভাষায় ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ

গ্রামীণফোন

বাত্‌ ও শ্রবণপ্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর বহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ ধারণ করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, অপি করিম, তাহসান খান, আরাফাত সুলতানা লতা, বিদ্যা সিনহা মিম, মাসুমা রহমান নাবিলা, মনোজ প্রামাণিক, আফরান নিশো ও গাওসুল আলম শাওনদের মতো মিডিয়া ব্যক্তিত্বকে দিয়ে ইশারার ভাষায় পুরো ভাষণটিকে ধারণ করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, বাংলাদেশের স্বাধীনতার এই অনবদ্য দলিল সব বাঙালিসহ সারা বিশ্বের মানুষের কাছে এক অনুপ্রেরণা হয়ে আছে। সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের লাখো বাব্‌ ও শ্রবণপ্রতিবন্ধীর মধ্যে এই অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার জন্য গ্রামীণফোন একটি ছোট্ট উদ্যোগ নিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে নিয়ে আসতে গ্রামীণফোন সব সময়ই চেষ্টা করে। এই উদ্যোগও এর ব্যতিক্রম নয়।