Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রাম কাস্টম হাউস

ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা কাস্টম হাউস

দেশের কাস্টম হাউসগুলো শুধু ঈদের দিন বন্ধ থাকবে। ঈদের দিন ছাড়া সরকারি ছুটির বাকি দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রমে শুল্কায়নে সীমিত আকারে সব কাস্টম হাউস পরিচালিত হবে। এ জন্য সব কাস্টম হাউসকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে এনবিআর।

এই আদেশে বলা হয়েছে, দেশের আমদানি–রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও বাণিজ্যবান্ধব রাজস্ব পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন ছাড়া শুক্রবার থেকে (২৯ এপ্রিল) থেকে বুধবার (৪ মে) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে কাস্টম হাউসগুলো সীমিত আকারে খোলা থাকবে। এ জন্য প্রতিটি কাস্টম হাউসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের চট্টগ্রাম বন্দর দিয়েই সিংহভাগ আমদানি–রপ্তানি হয়। এরপরই বেনাপোল কাস্টম হাউস দিয়ে বেশি আমদানি-রপ্তানি কার্যক্রম হয়। ঈদের বন্ধের সময় এই দুটি কাস্টম হাউসের পাশাপাশি ঢাকা, মোংলা, কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টমও খোলা থাকবে।