Thank you for trying Sticky AMP!!

ঋণ দেওয়ার সুযোগ বাড়ল ব্যাংকের

ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে প্রচলিত ধারার ব্যাংকগুলো আমানতের ৮৫ শতাংশ ও ইসলামি ধারার ব্যাংকগুলো ৯০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি তলানিতে নামায় ও শেয়ারবাজারে তারল্য সংকট চলায় ঋণ আমানত সীমা (এডিআর) বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ এ নিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলো আগ্রাসী আচরণ শুরু করলে ২০১৮ সালের জানুয়ারিতে প্রচলিত ধারার ব্যাংকগুলোর এডিআর ৮৫ শতাংশ থেকে কমিয়ে ৮৩ দশমিক ৫০ শতাংশ করা হয়। আর ইসলামি ব্যাংকগুলোর জন্য ৯০ শতাংশ থেকে নামিয়ে আনা হয় ৮৯ শতাংশ। তবে এখনো ১০টি ব্যাংকের এডিআর সীমার বেশি রয়েছে। আর এ সীমার মধ্যে আসার সময় চলতি মাসেই শেষ হচ্ছে। এর মধ্যেই এডিআর সীমা আগের অবস্থানে নিল কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকগুলোর ঋণ আদায় অনেক কমে গেছে। আবার নতুন আমানতও সেভাবে পাচ্ছে না। এ কারণেই এডিআর সীমা বাড়িয়ে ঋণ বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। শেয়ারবাজারের পরিস্থিতি খারাপ হওয়ায় ও বেসরকারি ঋণ কমে যাওয়ার এতে সরকারের একধরনের চাপও ছিল।