Thank you for trying Sticky AMP!!

ওয়ালটনের টিভি যাচ্ছে জার্মানিতে

জার্মানিতে ওয়ালটন টেলিভিশন রপ্তানির উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটছেন ঢাকায় নিযুক্ত জার্মান ডেপুটি হেড অব মিশন মাইকেল শুল্থ হাইস। গাজীপুর, ঢাকা, ২০ এপ্রিল ২০১৯। ছবি: সংগৃহীত

জার্মানিতে টেলিভিশন রপ্তানি শুরু করেছে দেশীয় পণ্যের ব্র্যান্ড ওয়ালটন। এর মধ্য দিয়ে ইউরোপের বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণ কার্যক্রম আরও সহজ হবে। অন্যদিকে, দেশের টেলিভিশন উৎপাদনশিল্পে উন্মোচিত হলো এক নতুন দিগন্ত। একই সঙ্গে যুক্ত হলো বৈদেশিক মুদ্রার উপার্জনের নতুন খাত।

এ উপলক্ষে শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন টিভি ম্যানুফ্যাকচারিং ইউনিটে ‘ইনএগোরেশন সিরিমনি অব টেলিভিশন এক্সপোর্ট টু ফেডারেল রিপাবলিক অব জার্মানি’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জার্মান ডেপুটি হেড অব মিশন মাইকেল শুল্থ হাইস। এ ছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, পরিচালক রাইসা সিগমা ও মাইকেল শুল্থ হাইসের স্ত্রী শার্লোট ক্লেমেনসেন।

মাইকেল শুল্থ হাইস বলেন, বিশ্বে বাংলাদেশি পণ্যের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার জার্মানি। এত দিন জার্মানিতে বাংলাদেশের রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু ইলেকট্রনিকস পণ্য দিয়ে জার্মানিতে নতুন রপ্তানি খাতের শুভসূচনা করল ওয়ালটন। এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হুমায়ূন কবীর, উদয় হাকিম, গোলাম মুর্শেদ, আলমগীর আলম সরকার, ইউসুফ আলী ও আমিন খান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ।