Thank you for trying Sticky AMP!!

করোনাভাইরাস বিষয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সেমিনার

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে করোনাভাইরাস বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস বিষয়ে বৃহস্পতিবার রাজধানীর বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে করোনাভাইরাস বিষয়ে সতর্কতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয়টির স্বাস্থ্য ও জীবনবিজ্ঞান অনুষদের ডিন জি ইউ আহসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আইসিডিডিআরবির বিজ্ঞানী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর উপাচার্য আতিকুল ইসলাম ও সহ-উপাচার্য ইসমাইল হোসেন।

বিজ্ঞানী মোস্তাফিজুর রহমান বলেন, ‘নভেল করোনাভাইরাস এখন বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়। মানুষ সাধারণত শীতকালে এই ভাইরাসে আক্রান্ত হয়। আশার কথা হলো আমাদের দেশে এখন শীত চলে যাচ্ছে, তাই করোনাভাইরাসে মানুষের আক্রান্ত হওয়ার আশঙ্কা কম।’ ভয় না পেয়ে করোনাভাইরাস প্রতিরোধে প্রাণীর সংস্পর্শে না যেতে, মার্কেট ও ভিড় থেকে দূরে থাকতে, ভালোভাবে হাত ধুতে ও উপসর্গ দেখা দিলে ডাক্তারের সাহায্য নিতে পরামর্শ দিয়েছেন তিনি।

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। সংবাদ বিজ্ঞপ্তি