Thank you for trying Sticky AMP!!

করোনার কারণে আকাশপথে ক্ষতি ১১ হাজার ৩০০ কোটি ডলার

প্রতীকী ছবি। রয়টার্স।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে যাত্রী পরিবহনকারী উড়োজাহাজ সংস্থাগুলো ১১ হাজার ৩০০ কোটি ডলার ক্ষতির মুখে পড়তে পারে। উড়োজাহাজ সংস্থাগুলোর জোট ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) আজ বৃহস্পতিবার এ শঙ্কার কথা তুলে ধরেছে। আজ যে ক্ষতির পরিমাণ বলা হলো, তা দুই সপ্তাহ আগে দেওয়া পূর্বাভাসের চেয়ে তিন গুণ বেশি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

চীনে শুরু হওয়া করোনা সংক্রমণ এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বের ৯৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ভয়াবহ এ ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ৩ হাজার ২০০ জনের বেশি মানুষ।

আইএটিএর প্রধান অর্থনীতিবিদ ব্রায়ান পিয়ার্স আজ সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলেন বলেছেন, অনেক উড়োজাহাজ সংস্থা আছে যাদের মুনাফার পরিমাণ কমে গেছে। কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে পড়েছে। এর ফলে এক কঠিন পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বের বিভিন্ন উড়োজাহাজে যাত্রীর সংখ্যা কমতে থাকে। আর এর ফলে কমতে থাকে ফ্লাইটের সংখ্যা। আইএটিএ বলেছে, চলতি বছর ৪ হাজার ৩০০ কোটি ডলার থেকে ১১ হাজার ৩০০ কোটি ডলার ক্ষতি গুনতে হতে পারে। ক্ষতির পরিমাণ নির্ভর করে ভাইরাসটি কতটুকু ছড়ায় এর ওপর। গত ২০ ফেব্রুয়ারিতে ২ হাজার ৯০০ কোটি ডলার ক্ষতি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। গত বছর উড়োজাহাজ সংস্থাগুলোর মোট আয় ছিল ৮৩ হাজার ৮০০ কোটি ডলার।