Thank you for trying Sticky AMP!!

কর বিবরণী জমা দেওয়া যাবে ১ ডিসেম্বর পর্যন্ত

আয়কর রিটার্ন দাখিল। ফাইল ছবি

আগামী ১ ডিসেম্বরও ব্যক্তিশ্রেণির করদাতারা বার্ষিক আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। এ জন্য জরিমানা গুনতে হবে না।

আজ বুধবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩০ নভেম্বর আয়কর বিবরণী জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু ওই দিন সাপ্তাহিক ছুটির দিন শনিবার। ফলে করদাতাদের সুবিধার জন্য কর বিবরণী রোববারও নেওয়ার ব্যবস্থা করেছে এনবিআর।

এদিকে আয়কর দিবস উপলক্ষে আগামী শনিবার শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ ছাড়া প্রতিটি কর অঞ্চল ও সার্কেল কার্যালয়ে কর মেলার মতো সহায়তা কেন্দ্র স্থাপন করে করদাতাদের কর বিবরণী জমায় সব ধরনের সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।