Thank you for trying Sticky AMP!!

কোথায় যাবে আপনার টাকা

ধরুন, আপনি ১০০ টাকা কর দিয়েছেন। এখন দেখা যাক, এবারের বাজেটে এই টাকাটা কোথায় ব্যয় হবে, কারা বেশি পাবেন। যেমন আপনার ১০০ টাকার করের ১৯ টাকা ৩০ পয়সা বেতন হিসেবে পাবেন সরকারি চাকরিজীবীরা।

বেতন-ভাতা: ১৯.৩ টাকা

সুদ: ১৮.৩ টাকা

সাহায্য মঞ্জুরি: ১৬.৩ টাকা

পণ্য ও সেবা: ১০.২ টাকা

সম্পদ সংগ্রহ: ৫.৭ টাকা

পেনশন: ৮.৭ টাকা

ভর্তুকি ও প্রণোদনা: ১৪.১ টাকা

অনুন্নয়ন বিনিয়োগ: ৪.৬ টাকা

অপ্রত্যাশিত ব্যয় ও অন্যান্য: ২.৪ টাকা

বিবিধ ব্যয়: ০.৪ টাকা

* ২০১৯–২০ অর্থবছরের পরিচালন বাজেট থেকে এ হিসাব তৈরি করা হয়েছে।