Thank you for trying Sticky AMP!!

টেকনাফ দিয়ে এল ৮৪৪ টন পেঁয়াজ

ফাইল ছবি

টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে আজ সোমবার ৮৪৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে চট্টগ্রাম বন্দর থেকে আজ পেঁয়াজ খালাস হয়নি। এ হিসাবে আজ ৮৪৪ টন পেঁয়াজের সরবরাহ হয়েছে বাজারে।

টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আবসার উদ্দিন প্রথম আলোকে বলেন, ১১টি ট্রলারে এই পেঁয়াজ আমদানি হয়েছে। গতকাল রোববার আমদানি কমে যাওয়ার পর আজ আবার বেড়েছে। এসব চালান দ্রুত শুল্কায়ন করে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ভারত রপ্তানি বন্ধের পর মিয়ানমার থেকে সবচেয়ে বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর থেকে আজ সোমবার পর্যন্ত স্থলবন্দরটি দিয়ে প্রায় ৩৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

আমদানিকারকেরা বলেন, মিয়ানমারে নতুন মৌসুম সামনে। এখন মৌসুমের শেষ সময়। এ কারণে মিয়ানমারের পেঁয়াজের দামও কিছুটা বাড়তি।