Thank you for trying Sticky AMP!!

ডিএসসিইর উদ্যোক্তা অর্থনীতিতে চতুর্থ ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনমিকসে (ডিএসসিই) চতুর্থবারের মতো উদ্যোক্তা অর্থনীতিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

মাস্টার অব ইকোনমিকস (এন্ট্রাপ্রেনিউরশিপ ইকোনমিকস) বিষয়ে দেড় বছর মেয়াদি ওই কোর্সের ভর্তির জন্য ফরম বিতরণ চলছে।

রাজধানীর মগবাজারের ইস্কাটন গার্ডেন রোডে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যালয়ে ডিএসসিই ক্যাম্পাস থেকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

ওই প্রোগ্রামে শিক্ষাসফর, শিল্পকারখানা পরিদর্শন, বাস্তবমুখী শিক্ষাদানের মাধ্যমে বিশেষ করে উদ্যোক্তা হিসেবে শিক্ষানবিশ জ্ঞান অর্জনে সহায়তা করা হয়। বিশিষ্ট অর্থনীতিবিদ, ব্যাংকার, প্রফেশনাল, শিল্পপতি ও বিষয়বস্তু বিশেষজ্ঞরা পাঠদান করে থাকেন। বিজ্ঞপ্তি