Thank you for trying Sticky AMP!!

ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে রাজধানীতে মশারি বিতরণ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় দুস্থদের মাঝে ১২৫০ পিস বড় সাইজের মশারি বিতরণ করে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন মশারি তুলে দিচ্ছেন। কল্যাণপুর, ঢাকা, ৪ আগস্ট। ছবি: সংগৃহীত

ডেঙ্গুর কারণে চলমান সংকট পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিল বেসরকারি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। সহায়তার অংশ হিসেবে রাজধানীর কল্যাণপুরে দুস্থদের মাঝে এক হাজার ২৫০ পিস বড় সাইজের মশারি বিতরণ করা হয়।

গতকাল রোববার আইইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন কর্মসূচিতে উপস্থিত থেকে বস্তিবাসী গরিব ও দুস্থদের মাঝে মশারি বিতরণ করেন। ডেঙ্গুর এই ভয়াবহ পরিস্থিতিতে মশার হাত থেকে রক্ষা পেতে আইইউবি’র কাছ থেকে যথাযথ সময়ে এমন প্রয়োজনীয় সামগ্রী পেয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।

আইইউবি’র রেজিস্ট্রার মো. আনোয়ারুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য অনুষদের ড. নাফিসা হকসহ শিক্ষার্থী এবং স্থানীয়রা এ সময় উপস্থিত ছিলেন।

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বসুন্ধরায় ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো এবং র‌্যালি বের করে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আইইউবি। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগনসহ অন্যরা। বসুন্ধরা, ঢাকা, ৫ আগস্ট। ছবি: সংগৃহীত

এদিকে আজ সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ফগিং মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানোর কর্মসূচি পালন করে আইইউবি। এর মূল লক্ষ্য ছিল ডেঙ্গুর জীবাণুবাহী মশা নিধন করা, যেন কোনো ডেঙ্গু মশা নতুন করে কাউকে কামড়ে সংক্রমিত করতে না পারে। কর্মসূচির অংশ হিসেবে জনগণকে সচেতন করতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন আইইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী এই র‌্যালিতে অংশ নেন। তথ্যসূত্র: প্রেস বিজ্ঞপ্তি