Thank you for trying Sticky AMP!!

ডেঙ্গু রোগীদের সহায়তার পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক

দরিদ্র ডেঙ্গু রোগীদের সহায়তা দিতে দেশের ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, করপোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিলের (সিএসআর) আওতায় দরিদ্র ডেঙ্গু রোগীদের সহায়তা করতে পারে ব্যাংকগুলো।

এ বিষয়ে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ২০১৪ সালে জারি করা একটি প্রজ্ঞাপন স্মরণ করিয়ে দিয়ে ব্যাংকগুলোকে বলা হয়, দেশের দুর্যোগকালীন যেকোনো পরিস্থিতিতে আপনাদের অংশগ্রহণমূলক ভূমিকা প্রশংসার দাবি রাখে। আপনারা অবহিত আছেন যে, ঢাকা শহরসহ অন্যান্য এলাকায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থায় হাসপাতাল অথবা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রকৃত দরিদ্র ও অসহায় রোগীদের সহায়তা করা যেতে পারে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, রোগীদের পরীক্ষার ফি বা মাশুল, ওষুধ, স্যালাইন, মশারি ও অন্যান্য চিকিৎসা সামগ্রী প্রদান করতে পারে ব্যাংকগুলো। এ ব্যয় সামাজিক দায়বদ্ধতা তহবিলের ব্যয় হিসাবে দেখানো যাবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।